bangladesh national id card check online

0
81

bangladesh national id card check online ,নতুন বা পুরাতন ভোটার সবাই অনলাইনে আইডি কার্ড বের করতে পারবেন। এজন্য ক্রি প্রয়োজন হবে কিভাবে আইডি কার্ড ডাউনলোড করতে পারেন। Home

এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

দয়া করে এই নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করুন এই কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই ডাউনলোড করতে পারেন।

আইডি কার্ড বের করার নিয়ম

nid online copy download mobile

nid online copy download mobile
nid online copy download mobile

আপনার স্মার্ট ফোন দিয়েও সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারে নতুন ভোটার কিংবা পুরাতনরা সবাই ডাউনলোড করতে পারবেন। Next

স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের সাহায্যে একই নিয়মে ডাউনলোড করতে পারেন নিচের ইনস্ট্রাকশন ফলো করুন।

nid card online check

nid card online check
nid card online check

এনআইডি কার্ড অনলাইনে চেক করার জন্য প্রথমে এই লিংকটিতে যান আইডি কার্ড নাম্বার অথবা ভোটার নিবন্ধন ফরম নম্বর জন্ম তারিখ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। অথবা একদম নিচে স্ক্রীনশট গুলো ফলো করুন

nid card download

nid card download
nid card download

এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই ওয়েবসাইটটিতে রেজিষ্ট্রেশন করুন সব ইনফরমেশন দিয়ে লগইন করুন তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

আইডি কার্ড বের করার নিয়ম

আইডি কার্ড বের করার নিয়ম
আইডি কার্ড বের করার নিয়ম

অনলাইনে আইডি কার্ড বের করার জন্য, নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট NID Account Registration:
  • NID Number, Date of Birth এবং Captcha Code লিখে সাবমিট করুন:
  • ঠিকানা Select করুন এবং Mobile Number ও Face Verification করুন:
  • Password সেট করুন এবং লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।

২ পদ্ধতিতে আইডি কার্ড বের করা যায়, ১) ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার দিয়ে এবং ২) NID নাম্বার দিয়ে।

NID Account Registration

ফরমটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে পদার্পণ করুন।

বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা

এবার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ড্রপডাউন ক্লিক করে সিলেক্ট করে নেক্সট এ পরবর্তী ধাপে ক্লিক করুন।

মোবাইল নম্বর ভেরিফিকেশন বা পরিবর্তন

আইডি কার্ড বের করার জন্য Mobile Number Verify করুন। এই মোবাইল নম্বরটি কাছে না থাকলে পরিবর্তন করুন।সেখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড এখানে টাইপ করুন অতঃপর পরবর্তী বাটনে ক্লিক করুন।

আপনার Face Verification সম্পন্ন করুন

নিজের চেহারা দিয়ে ভেরিফাই করতে হবে তার জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইন্সটল করতে হবে অ্যাপ ইন্সটল করার জন্য স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যান সেখানে গিয়ে লিখুন nidw wallet

এবার অ্যাপসটি ইন্সটল করে নিন অ্যাপসটি ইন্সটল করে ওপেন করুন ক্যামেরা পারমিশন দিন এবার কম্পিউটার স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন।

এবার ক্যামেরা টি সোজাসুজি আপনার চেহারায় ধরুন। ডানে এবং বামে চেহারা ঘুরান। নিচে দেখবেন সঠিকভাবে চেহারাকে শনাক্ত করতে পারলে টিক চিহ্ন আসবে এবং স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপ অনুসরণ করবে কম্পিউটারে।

কম্পিউটার স্ক্রীন এভাবে রেখে স্মার্টফোনের প্লে স্টোরে যান।

এবার এখানে লিখুন nidw wallet অ্যাপ টি ইন্সটল করুন। অ্যাপসটি ইন্সটল করার পর ওপেন করুন।

এবার অ্যাপস টি ওপেন করে কম্পিউটারে থাকা কিউআর কোড স্ক্যান করুন। এবং আপনার চেহারার সামনে ধরুন।

নিজের চেহারাকে ক্যামেরার সামনে তুলে ধরুন।

এনআইডি একাউন্টের Password সেট করুন

 

চেহারা শনাক্ত করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার স্ক্রিন এখানে নিয়ে আসবে।এবার চাইলে পাসওয়ার্ড দিন অথবা পাসওয়ার্ড ছাড়াই এগিয়ে যান।

আইডি কার্ড ডাউনলোড করুন

সফলভাবে এখানে চলে আসলে এখানে দেখবেন ডাউনলোড একটা বাটন রয়েছে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

এনআইডি প্রিভিউ

NID Card Online Copy Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here