উইন্ডোজ 7 মাইক্রোসফ্ট দ্বারা তৈরি উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটি প্রধান প্রকাশ। এটি 22 জুলাই, 2009-এ উত্পাদনের জন্য প্রকাশ করা হয়েছিল,কিভাবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 7 পেনড্রাইভ বা ডিভিডির মাধ্যমে,সেটআপ করবেন বিস্তারিত স্ক্রিনশট আকারে দেখুন।
পেনড্রাইভ থেকে উইন্ডোজ দেওয়ার নিয়ম
উইন্ডোজ সেভেন ইন্টারনেট থেকে ডাউনলোড করুন । এবার একটা পেনড্রাইভ সংগ্রহ করুন।পেনড্রাইভ টি কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করুন । এবার ইন্টারনেট থেকে Rufus সফটওয়্যার টি ডাউনলোড করুন। ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। এবার সফটওয়্যার এর উপর উইন্ডোজে ফাইল টেনে এনে ছেড়ে দিন ,এবার স্টার্ট বাটনে ক্লিক করে বুট করে নিন।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ
প্রথমে ইন্টারনেট থেকে উইন্ডোজ ফাইল ডাউনলোড করে নিন। একটা পেনড্রাইভ সংগ্রহ করুন, পেনড্রাইভে উইন্ডোজ ফাইলগুলো বুট করুন। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন । রিয়েস্টাট করার সাথে সাথে ডিসপ্লে তে যখন লোগো দেখতে পাবেন, তখন কি বোর্ডের বাটনে ক্লিক করে, বুট মেনু ওপেন করুন।এবার পেনড্রাইভ টি সিলেক্ট করে, এন্টার বাটনে ক্লিক করুন।
উইন্ডোজ ৭ সেটআপ দেয়ার নিয়ম
প্রথমে বুটেবল পেনড্রাইভ কিংবা ডিভিডি কানেক্ট করুন। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবার বুট মেনু ওপেন করুন ,এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করে, এন্টার বাটনে ক্লিক করুন। এবার আপনার ভাষা সিলেক্ট করে, নেক্সট বাটনে ক্লিক করুন। এবার ইনস্টল বাটনে ক্লিক করুন, এবার পুরাতন ফাইলগুলো ডিলিট করে দিয়ে, নেক্সট এ ক্লিক করুন। এবার কিছু সময় অপেক্ষা করুন, পিসি ব্যবহারকারীর নাম দিন, পাঁচ দিন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার ওপেন হয়ে যাবে। দয়া করে নিচের স্টেপগুলো ফলো করুন।
কম্পিউটারে বুটেবল পেনড্রাইভ কানেক্ট করুন এবার কম্পিউটার রিস্টার্ট করুন। বুট মেনু ওপেন করে, পেন ড্রাইভ সিলেক্ট করে, এন্টার বাটনে ক্লিক করে, যে কোন একটি বাটনে ক্লিক করতে থাকুন।
এবার এখানে ইনস্টল বাটনে ক্লিক করুন।
এখানে কিছু সময় অপেক্ষা করুন।
এবার এখানে অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন।
এখানে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করুন, তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।
এবার এখানে কাস্টম ইন্সটল উইন্ডোজ অ্যাডভান্স অনলি এখানে ক্লিক করুন।
এখানে একটু সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করুন। আপনার পুরাতন কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করা ড্রাইভ সিলেক্ট করে, শুধুমাত্র ওই ড্রাইভ টি ডিলেট বা ফরমেট করুন। শুধুমাত্র পুরাতন উইন্ডোজ সেটআপ করার ড্রাইভ টি,ফরমেট বা ডিলিট করুন। অন্য ড্রাইভ ডিলিট বা ফরম্যাট করলে,আপনার গুরুত্বপূর্ণ ডাটা হারিয়ে যেতে পারে সে ক্ষেত্রে শুধুমাত্র উইন্ডোজ করা ড্রাইভ টি সিলেক্ট করবেন। ডাটা হারালে কেউ দায়ী থাকিবে না।
পুরাতন কম্পিউটারে থাকা উইন্ডোজ সেটআপ করা ড্রাইভ সিলেক্ট করুন এবং ডিলিট বাটনে ক্লিক করুন।
এবার ওকে বাটনে ক্লিক করুন।
এবার ডিলিট করার ড্রাইভ সিলেক্ট করুন। নেক্সট বাটনে ক্লিক করুন।
অপেক্ষা করুন 100% শেষ না হওয়া পর্যন্ত। শেষ হলে কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নিবে আবার ওপেন হবে আবার রিস্টার্ট নিবে।
এখানে ইনস্টলেশন কমপ্লিট হবে অপেক্ষা করুন এবং স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রেস্টার্ট হবে।
এবার পিসি বা ল্যাপটপ এর ব্যবহারকারীর নাম দিন। নেক্সট বাটনে ক্লিক করুন।
আপনি চাইলে এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন পাসওয়ার্ডটি কম্পিউটার ওপেন হওয়ার সময় ব্যবহৃত হবে অন্যথায় নেক্সট বাটনে ক্লিক করুন।
ইন্টারনেট কানেক্ট থাকলে এখানে পাবলিক এ ক্লিক করুন।
এবার কিছু সময় অপেক্ষা করুন।
এবার স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার ওপেন হয়ে যাবে।
ডেস্কটপের আইকন বা মাই কম্পিউটার আনার জন্য ডেক্সটপ এর উপরে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিচে পার্সোনালাইজড ক্লিক করুন।
এবার এখানে চেঞ্জ ডেস্কটপ আইকনে ক্লিক করুন।
ডেস্কটপের আইকন প্রয়োজন সেই আইকনের উপরে একটা ক্লিক করুন এবার এপ্লাই তে ক্লিক করুন।
হয়ে গেল সফলভাবে উইন্ডোজ সেভেন কম্পিউটার সেটআপ করা। উইন্ডোজ সেভেন, কিভাবে ডাউনলোড করবেন, উইন্ডোজ সেভেন কিভাবে বুটাবল করবেন। বিস্তারিত দেখার জন্য এই লিংকে ক্লিক করুন। কিভাবে উইন্ডোজ টেন ডাউনলোড এবং সেটআপ করবেন। কিভাবে উইন্ডোজ ইলেভেন, আপনার ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করবেন। বিস্তারিত থাকছে আমাদের এই পোস্টটিতে।
কিভাবে পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করা যায়।
এখন বর্তমান সময়ে,আমরা পেনড্রাইভের মাধ্যমে,ল্যাপটপ কিংবা কম্পিউটারে, উইন্ডোজ সেটআপ করে থাকি। সেক্ষেত্রে আপনি খুব সহজেই, আপনার কম্পিউটার বা ল্যাপটপে, পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটাপ করতে পারেন । স্টেপ গুলো পূরণ করে, ইজিলি সেটআপ করা সম্ভব ।