কিভাবে ব্লগার ওয়েবসাইটে অটোমেটিক ডার্ক মোড এনাবেল করবেন,কোন ইউজারের ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা স্মার্টফোন ডার্ক মুডে থাকলে স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোড ওয়েবসাইটে দেখতে পাবে। সিস্টেম ডার্ক মোড অর্থাৎ ওয়েবসাইট অটোমেটিকলি ডিটেক্ট করবে, ইউজারের যদি ডার্ক মুডে থাকে তাহলে অটোমেটিকডার্ক মোড হয়ে যাবে। অন্যথায় অটোমেটিক লাইট মোড থাকবে ।
ব্লগার ওয়েবসাইটে অটোমেটিক ডার্ক মোড অ্যানাবেল
- প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটে লগইন করুন।
- থিমস অপশন থেকে এইচটিএমএল এডিট ক্লিক করুন।
- এবার একটা মেটা ট্যাগ অ্যাড করুন হেডার সেকশনে।
- এবার ডার্ক মোড সিএসএস অ্যাড করুন।
ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগইন করুন।
Meta Tags For Code Dark Mode
এখানে এই কোডটুকু এড করুন।
CSS code for Dark Mode
@media (prefers-color-scheme: dark){
:root {
/* Paste your CSS code Below this Line */
}}
এবার আপনার ডার্ক সিএসএস কোড এর ভিতরে রাখুন।
এবার সিএসএস অ্যাড করে সেভ করে দিন।
হয়ে গেল সফলভাবে ডার্ক মোড এবং লাইট মোড অটোমেটিক সুইফট করা । আপনি যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব এবং আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারেন আমরা ইউটিউব চ্যানেলে ব্লগারের বিষয়ে সম্পূর্ণ টিপস এন্ড ট্রিকস শেয়ার করি।
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ