ফুটবল খেলা ভালোবাসে না এমন মানুষ পুরো বিশ্বে খুব কমই আছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ফুটবল বিশ্বকাপের সময় এদেশের প্রতিটি বাড়ি কিংবা রাস্তায় পোষ্টার সাজিয়ে রেখেছে আর্জেন্টিনা, ব্রাজিল, সহ অনেক দেশের জাতীয় পতাকা শোভা পায়। দেশ কিংবা বিদেশ যেকোনো ফুটবল খেলা প্রেমী বন্ধুরা পছন্দ করে থাকেন । তাই ফুটবল খেলা কিভাবে দেখবেন কি সফটওয়্যার বা অ্যাপস এর মাধ্যমে খেলা দেখা যায়। প্রযুক্তির কল্যাণে নিজের স্মার্টফোন কিংবা স্মার্ট টিভিতে সরাসরি খেলা দেখা যায় তো চলুন দেখে নেই কিভাবে কি অ্যাপ দিয়ে খেলা দেখবেন।
কিভাবে লাইভ ফুটবল খেলা দেখবো
ফুটবল খেলা দেখার জন্য জনপ্রিয় অ্যাপস বা সফটওয়্যার,Sports Live TV,লাইভ নেট টিভি (Live NetTv),মোবড্রো (Mobdro),বিঞ্জ (Binge),টফি (Toffee),Sportszfy App Live,টি স্পোর্টস ( T Sports ),এই অ্যাপ গুলোর সাহায্যে, প্রযুক্তির কল্যাণে ,আপনার স্মার্টফোনের সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন । তার জন্য অ্যাপ গুলো ডাউনলোড করে, আপনার স্মার্ট করে নিন।
ফুটবল লাইভ (live) খেলা দেখার অ্যাপ
ফুটবল খেলা দেখার খুব জনপ্রিয় কয়েকটা অ্যাপ রয়েছে, আমাদের দেশে, আপনি বিনামূল্যেই খেলাটি সরাসরি স্মার্টফোনে বা স্মার্ট টিভিতে প্রযুক্তির কল্যাণে উপভোগ করতে পারেন । তো চলুন দেখে নেই, কী অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করবেন। জনপ্রিয় সফটওয়্যার গুলোর লিংক এবং নাম সহ বিস্তারিত দেখুন।
স্পোর্টস লাইভ টিভি (Sports Live TV)
ফুটবল লাইভ খেলা দেখার জন্য খুবই সুবিধাজনক একটি অ্যাপ হচ্ছে স্পোর্টস লাইভ টিভি। এই অ্যাপটিতে ৫০০ টিরও বেশি চ্যানেল দেখার সুবিধা থাকায় ফুটবল, টেনিস, ক্রিকেট, ভলিবল সহ আরো অনেক খেলার সকল ম্যাচ সরাসরি দেখার সুবিধা রয়েছে। অ্যাপটির সাহায্যে কখন কোন কোন দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে তাও উল্লেখ করা থাকে ফলে ফুটবল খেলার ফিক্সচার মনে রাখারও অতটা প্রয়োজন হবে না।
লাইভ নেট টিভি (Live NetTv)
লাইভ নেট টিভি মোবাইল ফোনের জন্য তৈরী করা একটি অ্যাপ যার মাধ্যমে ৭০০ টিরও বেশী টিভি চ্যানেল লাইভ দেখা যায়। খেলা উপভোগ করার জন্য এতে বিশ্বের অনেক গুলো স্পোর্টস টিভি চ্যানেলও রয়েছে। যেগুলোর মধ্যে ESPN, ESPN 2, Fox sports এর নাম উল্লেখযোগ্য। যদি অ্যাপটিতে পছন্দের টিভি চ্যানেলটি না থেকে থাকে, যে কেউ চাইলেই অ্যাপটির ডেভেলপার টিমের কাছে ঐ টিভি চ্যানেলটি যুক্ত করার অনুরোধ জানাতে পারবে। সবমিলিয়ে ফুটবল লাইভ (live) খেলা দেখার জন্য অন্যতম সেরা একটি অ্যাপ্লিকেশন হচ্ছে লাইভ নেট টিভি।
মোবড্রো (Mobdro)
মোবড্রো (Mobdro) একটি অসাধারণ অনলাইন অ্যাপ যার সাহায্যে আপনি খুবই সহজে ও সাচ্ছন্দ্যে লাইভ ফুটবল খেলা স্ট্রিমিং করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড, ম্যাক ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। ফলে এই অ্যাপটি যেকোনো ডিভাইসেই ব্যবহার করে লাইভ খেলা দেখা যাবে।
বিঞ্জ (Binge)
বিঞ্জ (binge) অ্যাপটিও শুধুমাত্র লাইভ ফুটবল দেখার অ্যাপ নয়। এই অ্যাপটির সাহায্যে আপনি অনেক ধরনের কন্টেন্ট, লাইভস্ট্রিমিং এর পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলও লাইভ দেখতে পারবেন। যাদের মাঝে বেশ কিছু ফুটবল খেলা লাইভ দেখার টিভি চ্যানেলও রয়েছে।
টফি (Toffee)
বাংলাদেশের জনপ্রিয় টেলিকমিউনিকেশন সেবা বাংলালিংক এর তৈরী একটি স্ট্রিমিং অ্যাপ হচ্ছে টফি (toffee)। অ্যাপটিতে অন্যান্য বাংলাদেশী স্ট্রিমিং অ্যাপের তুলনায় সবচেয়ে বেশী সংখ্যক লাইভ টিভি চ্যানেল রয়েছে। যদিও এটি শুধুমাত্র সরাসরি ফুটবল বা অন্য খেলা দেখার জন্য তৈরী করা হয় নি, কিন্তু এটির সাহায্যে আপনি বিভিন্ন স্পোর্টস টিভি চ্যানেল, যেমন সনি সিক্স, সনি টেন প্রভৃতি থেকে সরাসরি ফুটবল লাইভ (Live) ম্যাচ উপভোগ করতে পারবেন।
Sportszfy App Live । লাইভ খেলা দেখার উপায় ।
Sportszfy এটা একটা জনপ্রিয় অ্যাপস, যা ইনস্টল করে, আপনার মোবাইল ফোনেই লাইভ খেলা দেখতে পারেন, দেশ থেকে কিংবা বিদেশ থেকেও, ক্রিকেট খেলা, ফুটবল খেলা ,এখানে বিনামূল্যে চ্যানেল সিলেট করেও, লাইভ খেলা দেখতে পারবেন। দয়াকরে অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করে রাখুন । খেলা শুরু হওয়ার সাথে সাথে, অ্যাপস টি ওপেন করে, লাইভ খেলা দেখুন।
টি স্পোর্টস ( T Sports )
হট ফিলিপস এর মাধ্যমে ঘরে বসে খেলা দেখুন খুব সহজেই | হট ফিলিপস এর সাহায্যে | খেলা দেখার জন্য কয়েকটা স্টেপ ফলো করে হটফ্লিক্স টি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে | কারণ এটা প্লে কনসলে পাওয়া যায়না | খেলা দেখার কার্যকরী মধ্যে | এটা একটা কার্যকরী উপায় | যার মাধ্যমে খেলা দেখা যায় | কপিরাইট সংক্রান্ত কারণে ইউটিউব ফেসবুক কিংবা গুগল প্লে স্টোরে আপলোড করা যাচ্ছে না | যার কারণে লিংক ফলো করে | সহজে ডাউনলোড করে নিবেন |
ফুটবল খেলা লাইভ টিভি
খেলাধুলা । মোবাইলে লাইভ খেলা দেখার উপায়। মোবাইলে লাইভ খেলা দেখার উপায়। লাইভ খেলা দেখার ওয়েবসাইট। ফুটবল খেলা দেখার সফটওয়্যার। কিভাবে লাইভ ফুটবল খেলা দেখবো।ফুটবল খেলা লাইভ টিভি। ফুটবল লাইভ আজকের খেলা আর্জেন্টিনা।ফুটবল খেলা লাইভ 2022। বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ। ফুটবল লাইভ আজকের খেলা। ফুটবল খেলা লাইভ 2022। ফুটবল লাইভ স্কোর। আজকের ফুটবল খেলার খবর। Sportszfy App অ্যাপটি ডাউনলোড করে লাইভ খেলা দেখতে পারেন। GTV টিভি অ্যান্ড্রয়েড অ্যাপ T SPORTS থেকে। ভিপিএন ব্যবহার করে আপনি তাদের ওয়েবসাইট অথবা Piku TV অ্যাপ দিয়ে খেলা দেখতে পারবেন। আরো অনেক অ্যাপ আছে যার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে সরাসরি লাইভ খেলা দেখতে পারেন। ফুটবল খেলা দেখার সফটওয়্যার। ফুটবল লাইভ আজকের খেলা।