টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী icc t20 world cup 2022 schedule

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী অনুযায়ী এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া। যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফলে এশিয়ার দলগুলোর জন্য এবারের বিশ্বকাপে ভালো করাটা হবে এক ধরনের চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ই অক্টোবর শ্রীলংকা ও নামিবিয়ার মুখোমুখির মাধ্যমে।এবারের বিশ্বকাপে মোট ১৬ টি দলের অংশগ্রহণের মাধ্যমে ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কোথায় হবে | 

মূলত: প্রতিযোগিতাটি ২০২১ এর অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে নির্ধারিত ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ এর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, প্রতিযোগিতাটি ২০২২ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২০২০ এর আগস্টে, আইসিসি আবারো নিশ্চিত করে যে, ২০২২ এর প্রতিযোগিতাটির আয়োজক হবে অস্ট্রেলিয়া। 

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী

যদি এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ গত বছরে শুরু হবার কথা ছিলো । বর্তমান করোনা মহামারীর কারণে চলতি বছরে অক্টোবরে থেকে শুরু হচ্ছে । এছাড়াও সকল ভেন্যু পরিবর্তন করা হয়ে নিরাপত্তার করণে । ভারত এর পরিবর্তে ভেন্যু নেওয়া হয়েছে আরব আমিরাত এবং ওমানে । এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর বাছাই পর্বের লেখা ১৭ অক্টোবর থেকে শুরু করে চলবে ২৩ অক্টোবর পযর্ন্ত এবং মূল পর্বের লেখা শুরু হবে ২৩ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া VS দক্ষিণ আফ্রিকা এর মধ্যকার লেখা দিয়ে ।

টি টোয়েন্টি বিশ্বকাপের ২০২২ প্রথম পর্ব ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৮টি দল দুটি গ্রুপে ৪টি করে দলে বিভক্ত হবে।প্রথম পর্বের জন্য যে ৮টি দল রয়েছে তারমধ্যে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড নির্ধারিত। বাকি দুটি দল বৈশ্বিক  টুর্নামেন্ট থেকে রেংকিং বিবেচনায় নির্ধারিত হবে। এই ৮টি দল দুটি গ্রুপে(এ ও বি) তে বিভক্ত হবে। প্রথম পর্ব থেকে এ” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং বি” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মোট চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২২ টি২০ বিশ্বকাপের মূল পর্ব ।

২০২২ বিশ্বকাপের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর থেকে। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে থাকবে ১২ টি দল। যেখানে২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পর পরই রেংকিং বিবেচনায় প্রথম ৮টি দল বিশ্বকাপের মূল পর্বে সুপার টুয়েলভ এর  জন্য নির্ধারিত থাকবে। বাকি চারটি দল বিশ্বকাপের বাছাই পর্ব থেকে নেওয়া হবে। বিশ্বকাপের প্রথম পর্বের এ” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং বি” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ কে নিয়ে বিশ্বকাপের মূলপর্বে সুপার টুয়েলভ শুরু হবে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের পর রেংকিং বিবেচনায় সুপার টুয়েলভ  এর নির্ধারিত ৮টি দল গুলি  অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাকি ৪ টি বাছায় পর্ব থেকে।

T20 World Cup 2022 ক্রিকেটের সময়সূচি 2022

আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের সময়সূচী ও দল

তারিখ সময় দল
১৬ অক্টোবর ১০:০০ শ্রীলঙ্কা Vs নামিবিয়া
১৬ অক্টোবর ২:০০ কো.২ Vs কো.৩
১৭ অক্টোবর ১০:০০ ও. ইন্ডিজ Vs স্কটল্যান্ড
১৭ অক্টোবর ২:০০ কো.১ Vs কো.৪
১৮ অক্টোবর ১০:০০ নামিবিয়া Vs কো.৩
১৮ অক্টোবর ২:০০ শ্রীলঙ্কা Vs কো.২
১৯ অক্টোবর ১০:০০ স্কটল্যান্ড Vs কো.৪
১৯ অক্টোবর ২:০০ ও.ইন্ডিজ Vs কো.১
২০ অক্টোবর ১০:০০ শ্রীলঙ্কা Vs কো.৩
২০ অক্টোবর ২:০০ নামিবিয়া Vs কো.২
২১ অক্টোবর ১০:০০ ও.ইন্ডিজ Vs কো.৪
২১ অক্টোবর ২:০০ স্কটল্যান্ড Vs কো.১

টি-টোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বের সময়সূচি ২০২২ | সুপার টুয়েলভ

তারিখ সময় দল
২২ অক্টোবর ১:০০ নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া
২২ অক্টোবর ২:০০ ইংল্যান্ড Vs আফগানিস্তান
২৩ অক্টোবর ১০:০০ গ্রুপ এ চ্যাম্পিয়ন Vs গ্রুপ বি রানারআপ
২৩ অক্টোবর ২:০০ ভারত Vs পাকিস্তান
২৪ অক্টোবর ১০:০০ বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপ
২৪ অক্টোবর ২:০০ দ.আফ্রিকা Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন
২৫ অক্টোবর ২:০০ অস্ট্রেলিয়া Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন
২৬ অক্টোবর ১০:০০ ইংল্যান্ড Vs  গ্রুপ বি রানারআপ
২৬ অক্টোবর ২:০০ নিউজিল্যান্ড Vs  আফগানিস্তান
২৭ অক্টোবর ৯:০০ দ. আফ্রিকা Vs বাংলাদেশ
২৭ অক্টোবর ১:০০ ভারত Vs  গ্রুপ এ রানারআপ
২৭ অক্টোবর ২:০০ পাকিস্তান Vs  গ্রুপ বি চ্যাম্পিয়ন
২৮ অক্টোবর ১০:০০ আফগানিস্তান Vs গ্রুপ বি রানারআপ
২৮ অক্টোবর ২:০০ ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া
২৯ অক্টোবর ২:০০ নিউজিল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন
৩০ অক্টোবর ৮:০০ বাংলাদেশ Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন
৩০ অক্টোবর ১০:০০ পাকিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন
৩০ অক্টোবর ২:০০ ভারত Vs দ. আফ্রিকা
৩১ অক্টোবর ১:০০ অস্ট্রেলিয়া Vs গ্রুপ বি রানারআপ
১ নভেম্বর ৯:০০ আফগানিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন
১ নভেম্বর ১:০০ ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড
২ নভেম্বর ৯:৩০ গ্রুপ বি চ্যাম্পিয়ন Vs গ্রুপ এ রানারআপ
২ নভেম্বর ১:৩০ বাংলাদেশ Vs ভারত
৩ নভেম্বর ২:০০ পাকিস্তান Vs দ.আফ্রিকা
৪ নভেম্বর ৯:৩০ নিউজিল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ
৪ নভেম্বর ১:৩০ অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান
৫ নভেম্বর ২:০০ ইংল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন
৬ নভেম্বর ৫:৩০ দ. আফ্রিকা Vs গ্রুপ এ রানারআপ
৬ নভেম্বর ৯:৩০ বাংলাদেশ Vs পাকিস্তান
৬ নভেম্বর ২:০০ ভারত Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন
৯ নভেম্বর ২:০০ সেমিফাইনাল ১
১০ নভেম্বর ১:৩০ সেমিফাইনাল ২
১৩ নভেম্বর ২:০০ ফাইনাল

*এখানে বাংলাদেশ সময় উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৫ ঘণ্টা। প্রতিটা ম্যাচই বাংলাদেশ সময় সকাল বা দুপুরে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button *