কিভাবে ঘরে বসেই ফাইবার এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন বিস্তারিত দেখুন এই পোস্টটিতে কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা যায় ঘরে বসেই নতুনদের জন্য টিপস এন্ড ট্রিকস
বসে না থেকে ফাইবারে কাজ শুরু করুন।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?।
প্রথমে আপনি যেকোনো একটি বিষয়ের উপরে কাজ শিখেন।
আপনার যদি ধারনা না থাকে কোন বিষয়ে কাজ শিখবেন সে ক্ষেত্রে মার্কেটপ্লেসের সহযোগিতা নিবেন।
ভিজিট করে দেখবেন, কোন সার্ভিসটি বেশি চলে এবং রিভিউ বেশি। আছে ওই ধরনের কাজ শেখার চেষ্টা করুন।
নতুনদের জন্য কিছু অভিজ্ঞতা শেয়ার করা হলো। আশাকরি আর্টিকেলটি ফুল পড়বেন।
একটি সতর্ক সংকেত:
01 যারা ফাইবারের নতুন কাজ করার আগ্রহ করেছেন, তাদের অনুরোধ করবো আগে কাজ শিখুন,
02 অ্যাকাউন্ট তৈরি করেই পেমেন্ট মেথড এড করবেন না।
03 একাউন্ট ভেরিফাই সময় সঠিকভাবে ছবি তুলুন।
04 যদি প্রথমবার একাউন্ট ভেরিফাই না হয় দ্বিতীয়বার কোন এক্সপার্ট কে দেখান।
05 তৃতীয়বারের মতো আপনি আপনার আইডি কার্ড দিয়ে সাবমিট করার চেষ্টা করবেন না।
06 আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে।
07 ফাইবারে মেসেঞ্জারে কোন কাস্টমারকে গালাগালি করবেন না।
08 সব সময় কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন।
09 অর্ডার ডেলিভারি করার সময় কখনো দুই নম্বরি করবেন না।
10 যদি সোর্সকোড দেওয়া শর্ত থাকে তাহলে সোর্সকোড প্রোভাইড করবেন ফাঁকা ফাইল দিবেন না।
11 কখনো ম্যাসেঞ্জারের সোর্সকোড দিবেন না।
12 কোন অর্ডার করলে ইউজারের সাথে মেসেঞ্জারে কোন শর্ত চেঞ্জ করবেন না।
13 চেষ্টা করবেন বায়ারের সাথে অর্ডার পৃষ্ঠাতে শর্তগুলো করার জন্য।
14 ফাইবারে কখনোই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না।
15 ফাইবারের বাইরে গিয়ে কখনো পেমেন্ট নেবেন না।
16 ফাইবার মেসেঞ্জারে কখনোই পেমেন্ট অথবা ইমেইল এড্রেস টাইপ করবেন না।
17 ফাইবার মেসেঞ্জারে টেক্সট সেন্ড করার আগে খেয়াল করবেন কোন সতর্কতা আছে কিনা।
18 কোন সতর্ক থাকলে টেক সেন্ড করবেন না।
19 কাস্টমারের অর্ডার নেওয়ার আগে তাহার প্রোফাইলটি দেখুন।
20 সন্দেহজনক কিছু মনে হলেও অর্ডারটি নিবেন না।
21 খেয়াল রাখবেন বায়ার যেন কখনোই খারাপ রিভিউ না দেয়।
22 তাহলে আপনার অ্যাকাউন্টটি ডাউন হয়ে যাবে।
23 এমনকি একাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে।
24 সরাসরি অন্যের গেট থেকে কোন টেক্সট কপি করবেন না।
25 কোন অর্ডার পেলে অর্ডারটি সাথে সাথে ডেলিভারি করবেন না।
26 সময় লাগিয়ে অর্ডার ডেলিভারি করুন।
27 ইউজার মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিবেন না।
28 5 থেকে 6 মিনিট পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন।
29 ইউজার যদি কোনো অর্ডার ক্যানসেল করতে চায় তাহলে অ্যাকসেপ্ট করবেন না।
30 দয়াকরে ফাইবার কাস্টমার সেন্টার এর সাহায্য নিন।
31 আপনি নিজেও অর্ডার ক্যান্সেল করবেন না।
32 ফাইবার কাস্টমার সেন্টারে সাপোর্ট নিয়ে অর্ডার ক্যানসেল করুন।
33 হাতে সময় থাকলে ফাইবারের ট্রানসেন্ড কন্ডিশন গুলো ভালভাবে দেখে নিন।
আর যদি আপনার জিজ্ঞাশা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ……